মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হচ্ছেন কারিন জ্যঁ-পিয়েরে। আগামী সপ্তাহে কারিন বর্তমান প্রেস সেক্রেটারি জেন সাকির স্থলাভিষিক্ত হবেন। নিজের শীর্ষ মুখপাত্র হিসেবে কারিনের নাম সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।
কারিন এর আগে মার্কিন প্রশাসনের প্রধান ডেপুটি প্রেস সেক্রেটারির দায়িত্ব সামলেছেন। কারিন প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম সমকামী হিসেবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন। কারিন এলজিবিটিকিউ প্লাসের একজন ঘোষিত সদস্য। টুইটারে কারিনের প্রশংসা করেছেন বিদায়ী প্রেস সেক্রেটারি জেন সাকি।
হোয়াইট হাউজের প্রতিবেদকদের প্রতিদিনের খবর ব্রিফ করেন প্রেস সেক্রেটারি। এদিকে, দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যতে টিভি উপস্থাপিকার দায়িত্বে দেখা যেতে পারে ৪৩ বছরের জেন সাকিকে।
যুক্তরাষ্ট্রের সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা দলে ছিলেন কারিন। প্রেস সেক্রেটারি হিসেবে তার নাম ঘোষণা উপলক্ষে প্রদত্ত বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, কারিন শুধু অভিজ্ঞতায় সিক্ত নন, অত্যন্ত মেধাবি এবং আত্মমর্যাদাসম্পন্ন। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি যথাযথভাবে সম্পাদন করতে পারবেন বলে আশা করছি। একইসাথে আমেরিকান তথা বাইডেন-হ্যারিস প্রশাসনের সকল প্রত্যাশার পরিপূরক মতামত উপস্থাপনে সক্ষম হবেন। তিনি আমার এবং বর্তমান প্রশাসনের একজন বলিষ্ঠ মুখপাত্র হিসেবে অধিষ্ঠিত হবেন বলে আশা করছি।
বিডি প্রতিদিন/ফারজানা