সিডনির প্যারামাটা পার্কে বাংলা নববর্ষ ১৪২৯ এবং মাদারস ডে আজ রবিবার পালিত হয়েছে। আয়োজন করে সিডনিস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন।
সিডনিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাংলা নববর্ষের এ অনুষ্ঠানটি শুরু হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার দিয়ে। তারপর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পর মাদারস ডে কেক কেটে অনুষ্ঠানটি শেষ হয়।
আসন্ন অস্ট্রেলিয়া ফেডারেল ইলেকশনে লিবারেল পার্টির প্যারামাটা আসনের প্রার্থী মারিয়া কোভাকিক অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসে বাঙালি ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাঙ্গালিয়ানা সাজে অনুষ্ঠানে যোগ দেন জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। আর সেই সাথে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ ও হরেক রকম ভর্তা আর মিষ্টি পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর