দীর্ঘ পনেরো মাস পর সিডনির বারডিয়া পাবলিক স্কুল প্রাঙ্গণে গত ৮ মে (রবিবার) থেকে কলকাকলি মুখর পরিবেশে বাংলা স্কুল বারডিয়ার ক্লাস শুরু হয়েছে। কোভিড পরবর্তী সময়ের পর প্রথম মুখোমুখি ক্লাস ছিল উৎসবমুখর। অনেক অভিভাবক তাদের ছোট বাচ্চাদের নিয়ে বাংলা শেখার স্কুলে আসেন। স্কুলের শিক্ষিকা মিলি ইসলাম, নুসরাত হুদা ও সানজিদা খানম শিক্ষার্থীদের স্বাগত জানান।
অভিভাবক তফিকুল আলম স্কুলের শিক্ষার্থী, শিক্ষিকাবৃন্দ ও উপস্থিত অভিভাবকগণকে মিষ্টিমুখে আপ্যায়িত করেন। উপস্থিত অভিভাবকগণ বারডিয়া ও আশেপাশের এলাকার শিশুদের জন্য মাতৃভাষা শেখা ও চর্চার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।
স্কুলে প্রতি রবিবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাঠদান চলবে। বাংলা স্কুল বারডিয়া শিশুদের বাংলা শিখাতে এবং বাংলাদেশকে ভালোবাসতে সহযোগিতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন