বেলজিয়ামের বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত রবিবার বেলজিয়ামের লিয়াজ শহরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সঞ্চালনা করেন সাইদুর রহমান লিটন।
দিনব্যাপী নাচ, কবিতাসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। এই উৎসব পরিকল্পনা করেন তপন রায়, শরিফুল ইসলাম মঞ্জু, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, মোহম্মদ আক্কাস ও জসিম উদ্দীন।
এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী ইমরান, ঝিলিক ও সিথি। প্যারিস থেকে আগত ব্যান্ড গ্রুপ “মিরর”। উৎসবে দেশটিতে বসবাসরত শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের প্রবাসীরা বৈশাখী সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন।
উৎসবটির সার্বিক সহযোগিতায় ছিলেন করেন সংগঠনের সদস্য নয়ন রায়, মাহফুজ সিকদার, মামুন হোসেন, মান্নান মিয়া, খোকনশীল, ওয়াহেদ খান, বিকাশ গুপ্ত, চন্দন শাহা, নিলু, আশীষ শীল, রুবেল পারভেজ, মহসিন হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর