জাঁকজমক আর আনন্দঘন পরিবেশে কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনে গত ৭ মে শনিবার বৈশাখী মেলা ১৪২৯ আয়োজন করা হয়েছিল।
বাংলাদেশী কমিউনিটি এ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ) এর উদ্যোগে স্থানীয় একটি চার্চে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্দা ওঠে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
ঢাকঢোল, মুখোশসহ বাংলার বিভিন্ন সংস্কৃতির উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা যখন শুরু হয় তখন সাস্কাটুন রূপান্তরিত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। মেলার আমেজে জমে উঠেছিল বিভিন্ন খাবার আর আড্ডা।
বেশ কিছুদিন ধরেই সাস্কাটুনের প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই মেলার জন্য। কারণ এই মেলায় ফুটে উঠবে পলাশ আর শিমুল। আর সকলের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে অসে তপন চৌধুরী।
দর্শকদের করতালি আর আনন্দ উচ্ছ্বাসে প্রবাসীরা খানিক সময়ের জন্য ফিরে গিয়েছিল বাংলাদেশে। শিল্পী তপন চৌধুরী প্রায় রাত ১২টা পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন তার জনপ্রিয় সব গানে।
বাংলাদেশী কমিউনিটি এ্যাসোসিয়েশন অব সাস্কাচুয়ান (বিকাশ)-এর সভাপতি মোহাম্মদ আজাদ আমন্ত্রিত শিল্পীসহ উপস্থিত সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডি প্রতিদিন/নাজমুল