সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দোহায় স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবার, কাতার। অনুষ্ঠানের সমন্বয়ক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
যুবনেতা সেলিম খানের পরিচালনায় এতে বক্তব্য দেন কাতার বিএনপির সহসভাপতি ইসমাঈল মনসুর, যুগ্ম সম্পাদক মহি উদ্দিন কাজল, ফয়েজ আহমেদ, মাওলানা, আহমেদ নবী নোমান, আতিক আসলাম।
আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাইন উদ্দীন রুহেল, দপ্তর সম্পাদক মাইন উদ্দীন, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সাজু, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন হৃদয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফূনী ভূষন দাশ, কাতার বিএনপি নেতা ফয়েজ আহমদ, আলাউদ্দিন আল আজাদ, যুবনেতা আমিনুল ইসলাম সুমন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রুমেল উদ্দিন, আলী হোসেন ঝুমন, লিমন ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক খান, ইকবাল হোসেন মামুন, আব্দুর রব, আতিক আসলাম, রহিম বাদশা, বিএনপি নেতা সিয়াম খাঁন, ফখরুল ইসলাম, ছলিম আহমদ, রেজাউল করিম রেজু, যুবনেতা জাকির হোসেন, তরিকুল ইসলাম শাহাদাৎ, জামাল আহমদ, সাইফুর রহমান, ময়েজ আলী, বাবুল হোসেন ইমন, লোকমান আহমদ, রুবেল আহমদ, আলমগীর হোসেন, রবিউল ইসলাম রাজুসহ কাতার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এম সাইফুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিময় ঘটনা তুলে ধরেন বক্তারা। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক আহমেদ সামাদ।
বিডি প্রতিদিন/ফারজানা