প্রাণের বাংলা ভাষা স্বদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে দেয়ার মহৎ কর্মযজ্ঞের গর্বিত অংশীদার ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। বছরব্যাপী নানা আয়োজনে বিবিধ উদযাপনে সরব থাকে এই স্কুল।
সেই উদযাপনের ধারাবাহিকতায় ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আজ ১১ জুন (রবিবার) স্কুল প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্কুলের ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
সকাল দশটায় অস্ট্রেলিয়ার ঐতিহ্য ও স্থানীয় ভূমি সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানান বাংলা স্কুল সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান। শুরুতেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে উপস্থিত সকলেই অংশগ্রহণ করেন। ছোট্ট সোনামনিদের পরিবেশনায় কিছু একক সংগীত, দলগত সংগীত, একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি এবং একটি দৈত্ব নৃত্য উপস্থিত শ্রোতা-দর্শকদের বিমোহিত করে।
উপস্থিত সবাইকেই ধন্যবাদ জানিয়ে দুপুর বারোটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কার্যকরী কমিটির সহ-সভাপতি ফায়সাল খালিদ শুভ।
বিডি প্রতিদিন/হিমেল