‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৪ নভেম্বর সিডনিতে অনুষ্ঠিত হবে সম্মিলিত বিজয়া সম্মিলন ২০২৩।
আয়োজন করবে অস্ট্রেলিয়ায় অবস্থানরত সকল পূজা ও সাংস্কৃতিক সংগঠন।
সম্মিলিত বিজয়া সম্মিলন অস্ট্রেলিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর (শনিবার) সিডনির ওরিয়ন ফাংশন সেন্টার, ক্যাম্পসিতে অনুষ্ঠিত হবে সম্মিলিত বিজয়া সম্মিলন ২০২৩। অস্ট্রেলিয়ার সকল পূজা ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গত বছর প্রথমবারের মত এই মহামিলন অনুষ্ঠিত হয়েছিল, যা এখন একটি বাৎসরিক অনুষ্ঠান হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে।
প্রতিবছর দুর্গাপূজার পর এই মহামিলনে স্পন্দিত-মন্দ্রিত হয় অস্ট্রেলিয়ার এই উৎসব প্রিয় সম্প্রদায়। এই মহাসম্মিলন আরও বেশি অংশগ্রহণে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সংগঠনগুলির প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সমন্বয়কারী ব্যক্তিবর্গ ইতিমধ্যে বিস্তারিত আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। প্রাদেশিক ও ফেডারেল পর্যায়ের কিছু মন্ত্রী, এমপি ও কমিউনিটির প্রতিনিধিও আমন্ত্রিত হয়েছেন। অস্ট্রেলিয়ার সকল পূজা ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে ও অংশগ্রহণে আরেকটি উপভোগ্য অনুষ্ঠান দেখার অপেক্ষায় আছে অস্ট্রেলিয়ার বাঙালি সম্প্রদায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন