বাংলাদেশসহ ১৫০ দেশের ৫০ হাজারের অধিক রানারের অংশগ্রহণে নিউইয়র্কে ৫২তম ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে ৫ নভেম্বর রবিবার।
২৬.২ মাইল দীর্ঘ এই ম্যারাথন নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ড থেকে শুরু হয়ে ব্রুকলীন, কুইন্স, ব্রঙ্কস হয়ে ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে শেষ হবে। গত বছরের ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছিলেন কেনিয়ার ইভান্স সেবেট, তার সময় লেগেছিল ২ ঘণ্টা ৮ মিনিট ৪১ সেকেন্ড।
নারী গ্রুপেও গত বছরের ম্যারাথনে শিরোপা জয় করেছিলেন কেনিয়ার শ্যারন লোকেডি। তার সময় লাগে ২ ঘণ্টা ২৩ মিনিট ২৩ সেকেন্ড। গত বছর ৫১ হাজার রানারের মধ্যে ৪৭ হাজার ৮৩৯ জন শেষ পর্যন্ত টিকে ছিলেন এবং গড় সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট ২৬ সেকেন্ড। এবারের ম্যারাথনের দু’পাশে ১২ হাজারের মত স্বেচ্ছাসেবক ছাড়াও ১৪ হাজার নিরাপত্তা কর্মী থাকবে। আকাশে টহল দেবে হেলিকপ্টার।
উল্লেখ্য, এটি হচ্ছে বিশ্বে বৃহত্তম ম্যারাথন এবং সবচেয়ে বেশি দেশের মানুষ এতে অংশ নেয় প্রতিবছরই। আয়োজন করছে ‘নিউইয়র্ক রোড রানারস’ নামক একটি অলাভজনক সংস্থা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন