সিডনির মিন্টু এলাকায় সন্ধ্যায় হাজারো প্রবাসী বাংলাদেশি মোমবাতি জ্বালিয়ে দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছে।
এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মোমবাতি জ্বালিয়ে ও দেশের পতাকা হাতে পরিবার ও নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের মিছিল বের করে।
‘লং মার্চ ফর’ বাংলাদেশ লেখা ব্যানার নিয়ে মিছিলটি স্থানীয় রেলস্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে রাস্তা প্রদক্ষিণ করে মিন্টু মলের সামনে পৌঁছালে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর আসে।সাথে সাথে প্রতিবাদ মিছিলটি বিজয় উল্লাসের মিছিলে পরিণত হয়। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে বিজয় উল্লাস করতে দেখা যায়।
তারা বলেন, কী যে আনন্দ লাগছে, বোঝাতে পারব না। তবে বিশ্বাস করতে কয়েক দিন সময় লাগবে। পরে মিছিলটি স্থানীয় রণ মূর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্লোগান ও জাতীয় সংগীতে মুখরিত হয়ে ওঠে।
মিছিল আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন রুমানা ইসলাম প্রীতম, উম্মা মাসতুরা আলম, জিহান শামস, ফারজানা আফরোজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই