৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮

সিডনি প্রবাসীদের শত কণ্ঠে জাতীয় সঙ্গীত

নাইম আবদুল্লাহ, সিডনি

সিডনি প্রবাসীদের শত কণ্ঠে জাতীয় সঙ্গীত

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সিডনীর অপেরা হাউজ প্রাঙ্গণে শত শত কণ্ঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’র মাধুরীতে মুখরিত হয়ে উঠেছিল। হাতে লাল-সবুজের পতাকা আর বুকে বাংলাদেশ নিয়ে অপেরা হাউজে জড়ো হন শত শত উদ্দীপ্ত মুখ। আজ রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অগুনতি প্রাণের সম্মেলনে আর তাদের হৃদয় উজাড় ভালোবাসায় গাওয়া জাতীয় সঙ্গীতের মাধুর্যে পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। সূচনা বক্তব্যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে সব রকম ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। তারা প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের স্পর্ধার বিরুদ্ধে একতাবদ্ধ, প্রবল প্রতিবাদ। আমরা গেয়েছি- গলা খুলে গেয়েছি- প্রাণ উজাড় করে গেয়েছি- আকাশ বাতাস মুখরিত করে গেয়েছি- দ্রোহ আর অবারিত ভালোবাসার মিশেলে গেয়েছি-  ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর