সমগ্র মুুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এর আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসের ঢাকাবাসী ছাড়াও ছিলেন বিভিন্ন জেলার বিশিষ্টজনেরা। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসে মূলধারার রাজনীতিতে সরব গিয়াস আহমেদ। তিনি তার বক্তব্যে এমন একটি আয়োজনের গুরুত্ব অপরিসীম ছিল বলে মন্তব্য করেন।
মাহফিলে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু সভাপতির বক্তব্যে বৈরী আবহাওয়া সত্ত্বেও মাহফিলে বিপুল সাড়া দেওয়ায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনের সমন্বয়ে ইফতারের শুরুতে বিশেষ দোয়া-মাহফিলে নেতৃত্ব দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
এ সময় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন কমিনিটি লিডার ডা. মাসুদুর রহমান, মো. রব মিয়া, রুহুল আমিন সিদ্দিকী প্রমুখ। এছাড়া, মঞ্চে ছিলেন প্রধান পৃষ্ঠপোষক শাহীনুর রহমান বিপ্লব, পৃষ্টপোষক মো. ফরিদ খান, প্রধান সমন্বয়কারী আকতার সিদ্দীকী শামিম, সমন্বয়কারী তানভীর আহমেদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, মো আমান উল্লাহ আমান, মো হাবিব জোয়ার্দার, শেখ সালাউদ্দিন আহমেদ ও সোয়েব হোসেন খান।
ইফতার মাহফিলের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক আজাদ রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আলী সবুজ, আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আজাদ হোসেন, তানবীর এ মিলন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ফজলুল হক, মো. আবদুস সামাদ, মিশুক সেলিম, মোহাম্মাদ আরিফ সিদ্দিকী, মো. কাউসার আলমগীর, সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সহকারী সাধারণ সম্পাদক দেওয়ান কাউসার, দফতর সম্পাদক মো. ফরিদ খান, মহিলা সম্পাদিকা শারমিনা লিপি, কার্যকরী সদস্য মোস্তফা কামাল মুকুল, মো. আউলাদ হোসেন প্রমুখ ছিলেন অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নে ব্যস্ত।
উল্লেখ্য, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন’ প্রাণ ফিরে পেয়েছে দুলাল বেহেদুর মত কড়িৎকর্মা নেতৃত্ব পেয়ে।
ইফতার মাহফিলে ছোট্টমণিদের পবিত্র কোরআন তেলাওয়াত সবার দৃষ্টি কেড়েছে। এছাড়া উপস্থিতির মধ্যেও তাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
বিডি প্রতিদিন/কেএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        