বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জার্মানিতে দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মানি পূর্ব শাখা।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহীম সরোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সাগর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফি, জাকির হোসেন, সাগর আহম্মেদ ও আলিফ আহম্মেদ।
ইফতারির আগে আরও বক্তব্য রাখেন- জার্মানি বিএনপির শীর্ষ নেতা কাজী রেজাউল হক সাঈদ, আবু হানিফ, গিয়াস উদ্দিন, অপু চৌধুরী, গনি সরকার, জসিম সিকদার, নূর চৌধুরী জিয়া, মোসলেম উদ্দিন, সাঈদুর রহমান সাঈদ, বাবুল ব্যাপারী, মোবারক হোসেন ও যুবনেতা আসিফ আহম্মেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার মামলা, হামলার ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করে রেখেছিল। ফ্যাসিস্ট সরকার পতনের কারণে এখন বাংলার প্রতিটা মানুষ নিজেদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে মাহে রমজান পালন ও স্বাধীনভাবে সব কিছু করতে পারছে। আমাদের নেতা তারেক রহমান চলতি বছরেই দেশে ফিরবেন। খুব দ্রুত একটি সুষ্ঠু সুন্দরভাবে সকলের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি এদেশে সরকার গঠন করবে।'
তারা আরও বলেন, 'আমরা এত বছর পরে একসঙ্গে ইফতার করতে পারছি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমরা বহুদিন একসঙ্গে ইফতার করতে পারিনি। সকলকে অনুরোধ করবো রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের শিক্ষা নিজেদের মাঝে ধারণ করার।'
ইফতার মাহফিলে জার্মান বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী এবং বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করেন। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/মুসা 
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        