১৪ জানুয়ারি, ২০২০ ১৪:২৬

কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রচারণায় তাপস

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রচারণায় তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অনেকেই। 

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় নৌকা প্রতীকের প্রচারণার তারা অংশ নেন।

এছাড়াও তাপসের আজকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিয়েছেন যুব মহিলা লীগের নেত্রী অপু উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত এবং সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় ও মূল দলের নেতাকর্মীরা।

দুপুর ১২টা থেকে হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে প্রচারণা শুরু হয়ে এই থানার ৫৫, ৫৬ এবং ৫৭ নম্বর ওয়ার্ডে সারাদিন নির্বাচনী প্রচারণা চালাবেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর