সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বইমেলার এই সিজনে যে স্ট্যাটাসগুলো চোখে পড়বেই

আলিম আল রাজি

বইমেলার এই সিজনে যে স্ট্যাটাসগুলো চোখে পড়বেই

১. আপনাদের জন্য লিখলাম। দিন  শেষে আসলে পাঠকদের কথাই ভাবতে হয়। শত ব্যস্ততার মাঝেও কিছু না লিখে পারা যায় না।

 

২. আসলে শৈশব থেকেই  লেখালেখির প্রতি ঝোঁক ছিল। তখনই অনেকে বলত আমি বড়

হয়ে লেখক হব। হয়েও গেলাম। আসলে যারা লেখক হয় ছোটবেলায়ই তাদের মধ্যে সেই

প্রতিভাটা উঁকি দেয়।

 

৩. আমার কোন লেখা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে? এ পর্যন্ত তো কম লিখলাম না। কমেন্ট বক্সে  আপনারা অভিমত জানান। আমি অপেক্ষায় আছি।

 

৪. আপনারা আমার কাছে কোন ধরনের লেখা প্রত্যাশা করেন? গল্প, উপন্যাস, ছড়া, থ্রিলার, বিজ্ঞান ভিত্তিক লেখা নাকি অন্য কিছু। আপনারা জানেন যে লেখার

ক্ষেত্রে আমি পাঠকদের মতামতকে খুব মূল্যায়ন করি।

 

৫. আজ এক ভক্ত মেসেজ পাঠালেন। মেসেজটি পড়ে আমার  লেখক জীবন ধন্য হয়ে গেল।

মানুষ আমাকে এত ভালোবাসে! এত! মনে হচ্ছে, লেখক হয়ে ভুল করিনি।

 

৬. আমি যখন নতুন লেখক ছিলাম তখন এই সমস্যাগুলো ফেইস করতাম। তোমরা যারা

নতুন লেখা শুরু করেছ তারাও এইগুলো ফেইস করবে। কিন্তু  তোমাদের থেমে গেলে

চলবে না। আমি যেমন অনেক চড়াই-উত্রাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছি তোমাদেরও

আসতে হবে। কোনো সমস্যায় পড়লে বা পরামর্শের দরকার হলে  তোমরা আমাকে ইনবক্সে

নক করবে। নতুনদের জন্য সর্বদাই আমি কিছু করতে চাই।

 

৭. ভক্তদের মেসেজের রিপ্লাই দিতে পারছি না খুব খারাপ লাগছে। নেট এত ঝামেলা করছে কেন আজ?

 

৮. আমি কিচ্ছু লিখতে পারছি না।  লেখক হওয়ার এই এক কষ্ট! লিখতে না পারলে মনে হয় মরে যায়। কে যেন বলেছিলেন,  পৃথিবীর সব বেদনা একজন লেখক তার হৃদয়ে পুষে রাখতে পারেন। আজ লেখক হয়ে বুঝতে পারছি কথাটা মিথ্যা নয়।

 

৯. আমরা লেখকরা যখন লিখি তখন আসলে আমরা অন্য জগতে চলে যাই। শব্দগুলো কোথা

থেকে যেন অটোমেটিক চলে আসে। একটা লেখা শেষ করার পর এত আনন্দ লাগে! আমরা

লেখকরা ছাড়া এটা কেউ বুঝব না।

 

১০. আমাদের কি ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে পারে না? আমরা কি সারা দিন আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি? আরে বাবা, মেসেজ দিয়ে একটু

অপেক্ষা করলে কী হয়? আমি  লেখক, রোবট তো না!

 

১১. মাঝে মাঝে মনে হয়  লেখালেখিটা ছেড়ে দেই। কী হবে এত লিখে? কী পেলাম।

আমি লিখি আর ইনবক্সে আপনারা গালাগালি করেন। একজন  লেখককে এই প্রতিদান

দিলেন আপনারা?

 

১২. আমার নতুন বই আজকে  মেলায় আসল। ভক্তরা বইটি কিনুন। একটি বই কিনলে

সঙ্গে একটি মগ ফ্রি দেওয়া হবে।

সর্বশেষ খবর