সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

যেভাবে গুজব ছড়ায়

হুট করেই তিল থেকে তাল হয়ে যায় ছোট একটি কথা। শোনা কথাটা আরেকজনের কাছে যেতেই ডিম পেরে অন্য রকম হয়ে যায়! তেমনি কিছু গুজবের চিত্র তুলে ধরছেন- সোহানুর রহমান অনন্ত

 

পাশে অন্য কোনো মেয়েকে দেখলে 

প্রথম জন : জানেন ভাবী, আজ দেখলাম পাশের বাড়ির টিনা আপার জামাইয়ের পাশে রিকশায় আর একটা মেয়ে বসা। বিষয়টা কিন্তু সাংঘাতিক।

দ্বিতীয় জন : আপারা আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আমাদের পাশের বাড়ির টিনা আপার জামায়ের কিন্তু চরিত্র ভালো নয়। আমার নিজের কানে শুনলাম সে নাকি প্রেম শুরু করছে। সমাজে আর ইজ্জত থাকল না।

গুজব : বুঝলেন আপারা টিনার জামাইরে কত ভালো জানতাম। একটু আগে শুনলাম তিনি নাকি মেয়ে নিয়ে ভেগে গেছেন। আসলে তার চরিত্র এমনই। এ জন্যই জামাইকে টাইট দিয়ে রাখতে হয়।

 

প্রেমিকার বাড়ির সামনে থেকে কুকুরে দৌড়ানি খাওয়ার পর

প্রথম জন : আমগো মফিজ নাকি গতকাল রাতে জরিনাদের বাড়ির সামনে কুকুরের দৌড়ানি খাইছে?

দ্বিতীয় জন : মফিজকে নাকি জায়গামতো কুকুর

কামড়িয়ে খবর করে ফেলেছে। আহারে সহজ-সরল পোলাডারে কামড়াইয়া দিল।

গুজব : মফিজ নাকি চুরি করতে গিয়ে কুকুরের দৌড়ানি খেয়ে ম্যানহোলে পড়ে এখন হাসপাতালে? কী দিনকাল এল, চেহারা দেখেও মানুষ চিনতে পারি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর