পাড়ার মাঠের ঘটনা। এক বিকালে বন্ধুদের সঙ্গে খুব মারদাঙ্গা ক্রিকেট ম্যাচ খেলছিলাম। আমি খুব ছক্কা হাঁকাতে পারতাম। সেই ম্যাচে যখন ব্যাটিংয়ে নেমেছিলাম তখন মাঠের বাইরে চোখ পড়তেই ছক্কা মারার জন্য আলাদা অনুপ্রেরণা পেলাম। মহল্লার সবচেয়ে সুন্দরী তরুণী নাহিদা বেড়াতে এসেছে। এখন আরও কয়েকজন সখীকে নিয়ে আমাদের খেলা দেখছে। সে রাস্তায় দাঁড়িয়ে খেলার মাঠের দিকে তাকিয়ে আছে। ঠিক এই মুহূর্তে ব্যাট করতে নেমেছিলাম। মনে মনে বলছিলাম, ‘নাহিদা আজ তোমাকে দেখাব ছক্কা কয়টা মারি, কীভাবে মারি! এত বড় ছক্কা মারব, তুমি তো আমাকে বিয়ের জন্য রাজি হবেই, বাসায় গিয়ে তোমার বাবা-মাকেও আমাদের বিয়ের ব্যাপারে রাজি করিয়ে ফেলবে। খালি দেখ, কী করি!’ ব্যাট শক্ত করে আঁকড়ে ধরলাম। ফাঁকে ফাঁকে আড়চোখে নাহিদাকে দেখছিলাম। বোলার বল নিয়ে আমার দিকে ধেয়ে আসছিল। আমি ব্যাট আরও শক্ত করে চেপে ধরলাম। দাঁত-মুখও শক্ত হয়ে আসছে। এমন সময় নাহিদার হাসির শব্দ কানে এলো। আমি শেষ মুহূর্তের জন্য নাহিদার হাসি দেখার লোভ সামলাতে পারলাম না। আড়চোখে তাকিয়ে তার হাসি দেখে ব্যাট চালাতে যাচ্ছিলাম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমার স্ট্যাম্প উড়ে গেল। ব্যাট তোলার আগেই সরাসরি বোল্ড হয়ে গেলাম। নাহিদার হাসি আমাকে আউট করে দিল। আউট হয়ে মাথা নিচু করে ফিরে যাচ্ছিলাম। আর ওই দিকে নাহিদা আউট-আউট বলে তালি দিয়ে লাফাচ্ছিল। তার মানে ও বোলারের পক্ষে ছিল! মেজাজটা এত খারাপ হলো, মনে হচ্ছিল, স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারি। কিন্তু পরের ম্যাচে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারি ভেবে মেজাজ ঠান্ডা করলাম। তাছাড়া নাহিদার পাশে দাঁড়ানো জরিনাকেও আমার একটু একটু ভালো লাগছে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বোল্ড আউটের নেপথ্যে
কাজী সুলতানুল আরেফিন
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর