সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নতুন বছরের প্রমিজ

নতুন বছরের প্রমিজ

নতুন বছর এলে আমরা নতুন নতুন প্রমিজ করে ফেলি। কিন্তু বছর শেষে দেখা যায় সেই প্রমিজগুলো আর বাস্তবে রূপ নেয় না। প্রমিজ আবার ‘রিনিউ’ করতে হয়। মানে মেয়াদ বাড়াতে হয়। তেমন কিছু প্রমিজ এ বছরও করেছেন- রবিউল ইসলাম সুমন

 

• গত বছর মোট ৮০ দিন গোসল না করে ছিলাম। এ বছরের পুরো ৩৬৫ দিনই গোসল করব।

 

• গত বছর ভুলেও বই ধরা হয়নি। এ বছর প্রতিদিন রুটিন করে পড়া শুরু করব। উল্লেখ্য, কাগজে লেখা বইয়ের পাশাপাশি চলচ্চিত্র বা সিনেমা মানেও ‘বই’ হিসেবে গ্রহণযোগ্য।

 

• প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যাব। কারণ কবি বলেছেন, ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’। তবে শীত বেশি পড়লে, বৃষ্টি মাখা ভোরে বা রাত সাড়ে ৫টায় ঘুমাতে গেলে একটু ব্যতিক্রম হতে পারে।

 

• মোবাইলে অনেক আসক্ত হয়ে গেছি তাই নতুন বছরে মোবাইলটা আর ছুঁয়েও দেখব না। যদি ধরিও কল করা ছাড়া বড়জোর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম চালাব। এর বেশি কিছু না। প্রমিজ। ১০০% শিওর।

 

• অতীতে যা হওয়ার হয়ে গেছে। এই বছর রোজ সকালে হাঁটব এবং জিম করতে যাব। জিমে গেলে ছবি ফেসবুকে দিব, দেইখেন।

 

• এ বছর রাস্তায় অপরিচিত সুন্দরী দেখলে চোখ নামিয়ে ফেলব। সুন্দরী কাউকে দেখলেই প্রেমে পড়ে যাব? এত সহজ? সেই আমি আর নেই। পুরা চেঞ্জ হয়ে যাচ্ছি।

 

• ডেটিংয়ে গেলে প্রেমিকাকে আর বিল দিতে দিব না। সব বিল আমি দিব। তবে শর্ত প্রযোজ্য। মানে বিল যদি ১০০ টাকার কম হয় তাহলে আমি দিব।

 

• বন্ধুদের সঙ্গে হোটেলে খাবার খেতে গেলে বিল দেওয়ার সময় আর আকাশপানে চেয়ে অন্যমনস্ক থাকব না। মাটির দিকে তাকাব।

 

• এ বছর যদি বিয়ে না করি... কথা দিলাম তাহলে জীবনেও আর কারও বিয়ের দাওয়াত খেতে যাব না। কথা দিলাম।

 

• ফেসবুকে নিজের লেখায় কখনো নিজেই সবার আগে লাইক দিয়ে দিব না। অনেক তো দিলাম।

 

• এ বছর গুলিস্তানে গিয়ে পণ্য কেনাকাটা করে আর ধরা খাব না, জিতব!

 

• ইন্টারনেট থেকে ডাউনলোড করে পাইরেটেড মুভি দেখে চলচ্চিত্র শিল্পের আর বারোটা বাজাবো না। সব সিনেমা হলে গিয়ে দেখব।

 

• কোথাও বেড়াতে গেলে খাবার পরিবেশন করা মাত্রই গাপুস-গুপুস খাওয়া শুরু করব না। শুরু করলেও, খেয়ে সবার আগে চলে আসব না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর