সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

♦ রাত তখন ১১টা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এমন সময় খাবারের দোকানে খেতে এলেন মফিজ সাহেব।

দোকানদার : কিছু মনে করবেন না স্যার, আপনি কি বিবাহিত?

মফিজ সাহেব : তো তোমার কী মনে হয়? আমি কি আমার মায়ের সঙ্গে ঝগড়া করে এই ঝড়ের রাতে বাইরে খেতে এসেছি?

 

♦ মজনু সাহেব বেজায় কৃপণ। এক দিন তিনি গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ বিশাল একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বেধে গেল। গাড়িটা দুমড়েমুচড়ে গেলেও প্রাণে বাঁচলেন জয়নাল। পুলিশ ঘটনাস্থলে এসে দেখল, মজনু  সাহেব গাড়ির পাশে বসে হাঁউমাউ করে কাঁদছেন, আর বলছেন, ‘আমার এত দামি গাড়িটার কী হলো গো।’

পুলিশ : আপনি তো ভাই অদ্ভুত লোক! গাড়ি না হয় গেছে, কিন্তু আপনার হাতটা যে ভেঙেছে, সে খেয়াল আছে?

এতক্ষণে হাতের দিকে খেয়াল হলো মজনু সাহেবের। এবার আরও জোরে হাঁউমাউ করে কাঁদতে শুরু করলেন, আর বললেন, ‘হায়! হায় আমার এত সাধের দামি রোলেক্স ঘড়িটা...’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর