♦ স্বামী : আজ ছুটির দিন আমার। পুরোটা দিন হাসিখুশি কাটাতে চাই।
স্ত্রী : কীভাবে?
স্বামী : এই নাও চিড়িয়াখানার টিকিট এনেছি তিনটি!
স্ত্রী : তিনটি কেন?
স্বামী : একটি তোমার জন্য আর বাকি দুটি তোমার বাবা-মায়ের জন্য!
♦ ৪০ বছর পার হয়ে গেছে রফিকের। তবুও বিয়ে করেননি তিনি। একদিন তার বন্ধু এর কারণ জিজ্ঞেস করলেন- তুমি এখনো বিয়ে করছ না কেন?
রফিক : সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।
বন্ধুু: তা একটিও পাওনি এখনো?
রফিক : পেয়েছিলাম একটি। কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় আছে।
সংগ্রহ : মো. রোমান মিয়া, প্রাণিবিদ্যা বিভাগ, অনার্স ৪র্থ বর্ষ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।