শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নৈশব্দ্য সাজিয়ে

কাজিম রেজা

নৈশব্দ্য সাজিয়ে

একটি অক্ষর যদি গড়ে নেয়া যেত

নিঃশব্দের গড়ন ভাবি, আয়নার সামনে

নীরব হাত-পা ছোড়াছুড়ি

আমি কার নেপথ্য-আকার!

 

হাওয়া একাকী চলে,

প্রাণ পায় নীরব সম্মতপত্র

শরীর ঝাঁকিয়ে মাতে।

নিঃশব্দে যায় মাছ... শব্দের ঢেউ নদীতে

 

অপলক এক দৃষ্টি

একাকার করে দিলো সব

শব্দেরা সত্যি হারায়

নৈশব্দ্য সাজায় দিঠির ইজেলে

 

আরাধ্য অক্ষর

এখনো তুই কোথায়,

আটকে আছিস

চোখের অব্যক্ত-কালে...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর