শিরোনাম
শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
কবিতা

ভাঙা

হাবীবুল্লাহ সিরাজী

উদাসীনতায় কতো কী যে ভাঙে

নীল ভাঙে যতো

জলের পাঁজরে

মায়া তার ছায়া অবকাশ মতো

বিকেল ভেঙেছে সন্ধ্যা-কুহকে

রজনীর জের

তারাদের ভাঙে

কুয়াশা-প্রভাতে চায় ক্ষমা ফের

অবহেলা যদি শরতের নামে

ভাঁজ-ভাঙা মাঠে

ফিকে শাদা লেখে

ভাঙা তবে ডাকে খোলা চৌকাঠে

আর ভাঙা যার সৃষ্টি-মন্ত্র

তার দিনকাল

মিলনসূত্রে

অরূপের রূপে নতুন প্রবাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর