শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অলৌকিক ভায়োলিন

মারুফ রায়হান

এখন আমাদের দেখা হয় শুধু ভিডিও কলে

এখন কেবল না ছুঁয়ে ভালোবাসার দিন

তোমার স্বভাব তবু বেলি গাছটার মতো অমলিন

কী লজ্জায় ফেলো হঠাৎ হঠাৎ এই কথা বলে :

‘কই, এইবার নতুন কবিতা শুনি’

 

আমি কি আর কবি আছি, ছন্দেমিলে আকাশ সাজাই!

 

যখন একেকটি প্রিয়মুখ অপসৃয়মাণ

যখন শহরে গোরখোদকের অসম্ভব ব্যস্ততা

যখন যে কোনো সকালে যে কেউ উধাও

তখন কবিতা কী উপায়ে লেখা হয়?

 

ও প্রান্তে তোমার হাসিতেই শুধু ঝরে কবিতার ধ্বনি

বলো : পূর্ণিমা কি বন্ধ করেছে মুঠো মুঠো জোছনা বিলোনো

ফুল ফোটানোয় ইস্তফা দিয়েছে কি গোলাপবাগান!

খোদা না করুক, যদি শ্বাসকষ্টও তোমাকে ভোগায়

তবু তুমি অক্সিজেন-নল মুখে লিখবে কবিতা

তুমি যে আমার কবি, প্রেমময় পাখি,

এ গ্রহের অলৌকিক ভায়োলিন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর