শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
কবিতা

তুমি কবে আবার আসবে(শহীদ শেখ কামাল স্মরণে)

মুহাম্মদ সামাদ

আমার পিতার মতো তোমার জন্মও এক নিভৃত পল্লীতে।

তোমার শৈশব আর বেড়ে ওঠা বাংলার নরম মাটিতে।

মাটি ভালোবেসে তুমি সুন্দর দাঁড়াও এসে মানুষের পাশে।

যারা যাত্রাপালায় বেহুলা-লখিন্দরের ভেলায় ভেসে যায় দূরে;

যারা পিতাকে শাণিত করে জারি-সারি-ভাটিয়ালী-মারফতি সুরে;

যারা লালনের গান ভালোবেসে মনের দুয়ার খোলে সুরের সুধায়;

মুজিব আপ্লুত হয় জেনে- নিজেকে বিলিয়ে দেয় তাদের জীবনে।

 

মুজিবের প্রিয় রবীন্দ্রনাথ-নজরুল-জসীম উদ্দীনের কবিতায়

আব্বাস উদ্দিন আর শাহ আবদুল করিমের মরমী সুরের গানে

জয়নুল আবেদিনের গাভির দড়ির প্রবল টানে;

মুক্তিযুদ্ধ থেকে ফিরে নিরংহকার বিনয়ী হৃদয়ে

হেসে খেলে অতি সাধারণ বেশে তুমিও তাদের কাছে এলে!

 

সিংহহৃদয় পিতার শখের ফুটবল তোমার আদরে আবাহনে

বাংলার মাঠে ময়দানে উল্লাসে ফেটে পড়ে।

তোমার হৃদয়-স্পর্শে শ্রমে-ঘামে বিশ্ববিদ্যালয়ে, নাট্যমঞ্চে,

ক্রিকেটের মাঠে তারুণ্যের ঢেউ এলো গর্বের দুর্বার ঝড়ে।

 

তোমার একতারায় সেতারে-গিটারে বোবাকান্না

মুজিবের সিরাজউদৌলা নাটকের বুকভাঙা সংলাপের বেদনা বুকে ধরে

চূড়ান্ত মহড়া নিয়ে তুমি কি আগের মতো ব্যস্ত থাকো ওখানে- ওপারে!

জানি, তুমি প্রতিদিন পিতার দরাজ কণ্ঠে শোন:

‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা-

বিপদে আমি না যেন করি ভয়’...

তাই বুঝি- মা, বাবা, জামাল, রাসেল, সুলতানা, রোজী

সব্বাইকে সঙ্গে নিয়ে তুমি আছ এখনো নির্ভয়!

 

আমরা তো শোকে মুহ্যমান- সকলে বিহ্‌বল হয়ে

পহেলা বৈশাখে নতুন মঙ্গল শোভাযাত্রা সাজিয়ে

তোমার প্রতীক্ষায় আছি এখনো দাঁড়িয়ে;

আবহমান বাংলার সংস্কৃতি কেবল তোমাকে ডাকে...

এই বাংলাদেশ মননের মহড়ায় প্রতিদিন খুঁজে পায়

মসৃণ গোঁফের ফাঁকে তোমার উজ্জ্বল আনন্দিত হাসি;

তুমি কবে আবার আসবে- কবে মুক্ত গলায় গাইবে...

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর