শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা
কবিতা

সায় দিতে নেই সব সময়

স ম তুহিন

মরা নদী ভাঙা নৌকো নিয়ে 

পলাই আমি পড়শীর প্রয়োজনে

 

স্বতন্ত্র শিল্পে ছাপ মারার এখনই সময়

উদ্যানের গাছ এখন কেটো না

 

পৃথিবীর সমান সুন্দর ব্যস্ত ফুসফুস

এখন আরও ব্যস্ত আরও অক্সিজেনের সাধ তার

 

বুকের বাঁ দিকে অভিধান পালানো শব্দেরা ভিড় করুক

নিখুঁত আলস্যের সময় এখন নয়

 

বন্ধু, তোমাকেই বলছি,

শূন্যমেধার মানুষের কথায় সায় দিতে নেই সব সময়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর