ভুল লিরিক লেখা হিন্দি গানের সস্তা অনুরোধ টিস্যুর পাতায় উঠে পড়লে স্টেজে;
মুচকানের ঘামে ভেজা মুখের ছলাকলায়, রাতের নেশারা গ্লাসে গ্লাসে হামাগুড়ি খায়।
জারিনের বয়কাট চুলের দোলনায়, তর্জনীর পাক খাওয়া নৃত্য-
গোপনে জেগে ওঠে রাজার কামুক প্রেম।
এখানে বাজারের ঊর্ধ্বগামী আলু-পেঁয়াজের দাম
চালের গুদামে ইঁদুরের হরিলুট, থেমে যাওয়া কৃষকের নিঃশ্বাস
কিংবা জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ
ডিপ ফ্রিজের মতো শীতল হয়ে পড়ে থাকে-;
বিলিতি ছন্দের মাতাল বেইজ।
মুচকান, জারিনের লিপস্টিকের গাঢ় লাল, রাজার চোখে এসে ঘুমায়-
আর কত সব ভেবে আশ্বিনের রাত শীতের পোশাক ছেড়ে ফিরে যায় সকালে।