আমার কবিতা খুব বেড়াতে পছন্দ করে
আজ এই শহরে তো কাল আরেক
এক শহর থেকে আরেক শহরে
আজ এই গ্রামে তো কাল আরেক
এক গ্রাম থেকে আরেক গ্রামে।
আমার কবিতা খুব বেড়াতে পছন্দ করে
আজ এই পুকুরে সাঁতরায়
তো কাল ঐ পুকুরে ঝাঁপাঝাঁপি
এক পুকুর থেকে আরেক পুকুরে।
আমার কবিতা খুব বেড়াতে পছন্দ করে
আজ এই নদীতে নৌকা ভাসায়
তো কাল ঐ নদীতে পাল তোলে
এক নদী থেকে আরেক নদীতে।
আমার কবিতা খুব বেড়াতে পছন্দ করে
সারাক্ষণ ঘর-বন্দি শুয়ে-বসে থাকে না সে
মাঝে-মাঝে বারান্দায় রোদ পোহায়
উঠানে বৃষ্টিতে ভিজে সময় কাটাতে ভালোবাসে।
আমার কবিতা খুব বেড়াতে পছন্দ করে
আজ এই দেশে তো কাল আরেক দেশে
দেশে দেশে ভেসে ভেসে ঘুরে বেড়ায়
দেশি কবিতার পাশাপাশি বিশ্ব-কবিতা হতে চায়।
আমার কবিতা উড়ে বেড়াতে পছন্দ করে
আমার কবিতা ঘুরে বেড়াতে পছন্দ করে
আমার কবিতা ঘুরে দাঁড়াতে পছন্দ করে
আমার কবিতা খুব আমার কবিতা খুব আমার কবিতা।