শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা
কবিতা

নীরার কী দোষ

জাফরুল আহসান

মেঘের ছায়ায় বৃষ্টিজলের জলকুয়াশায়

চোখ ঈশারায় নীরার শরীর ঢেউ খেলে যায়।

দুষ্টু বেলায় ভাঙছে খোঁপা অস্থিরতায়

দ্বিধার পাহাড় টলটলমান শীতল ছায়ায়।

 

নীরার শরীর গুনছে প্রহর জলকুয়াশায়

জীর্ণ ডেরায় বৈরী হাওয়ায় আঁধার ছায়ায়

বীজ বপনের লগ্ন যে যায় স্রোতের ধারায়

দুকূল তাহার ভাঙছে কেবল মধুর দ্বিধায়।

 

বলতে পারিস? নীরার মতোন তুই কি তেমন

প্রেমের জ্বালায় পথ ভুলেছিস, অন্ধ যেমন!

এই অবেলায় ভাঙছে যখন দুকুল নীরার

নীরার কী দোষ? প্রেমের অনল অমø মধুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর