শিক্ষা-সংস্কৃতি, সাংবাদিকতা ও নাট্যচর্চায় নিবেদিত বীর মুক্তিযোদ্ধা মাসুম হামীদ। ষাটের দশকে ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। সাহিত্যের বিভিন্ন ধারায় নিজেকে প্রকাশ করেছেন। গীতিকার ও সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন নব্বইয়ের দশকে। গবেষণার সূচনা বঙ্গবন্ধুর জীবনপঞ্জি সংকলনের মাধ্যমে। তার একাধিক উপন্যাস পাঠকের প্রশংসা কুড়িয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস ‘কে এই অপ্সরা’। তার প্রথম উপন্যাসটির ভূমিকায় লেখা হয়েছে- ‘মানবাত্মার মিলনের আর্তি আর বিরহের হাহাকারকে অপূর্ব শৈলীতে লিপিবদ্ধ করেছে।’ এর পরের বছর আসে ‘কৃষ্ণা’ উপন্যাসটি। এ উপন্যাসে এক ত্রিমাত্রিক প্রেমের আবহ সৃষ্টি করেছেন মাসুম হামীদ। জীবনের আলো-আঁধারির বিচিত্র দিকগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। পরবর্তী বছর ‘ভালোবাসার নীল সন্ধ্যা’ উপন্যাসটি বইমেলায় প্রকাশিত হয়। মানুষের স্বপ্নবিলাস ও যাপিত জীবনের ঝড় কীভাবে পটপরিবর্তন করে, তারই আখ্যান এটি। ২০২২ সালে তার ‘প্রেম পূর্ণিমার ছোঁয়া’ উপন্যাসে উঠে এসেছে জীবন সংসারের নিত্য ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো। অভাবের সঙ্গে লড়াকু এক জীবনের গল্পে রয়েছে টানাপোড়েন, ছন্দপতন। এ উপন্যাসে চ্যালেঞ্জ নিয়ে ঘুরে দাঁড়ানোর ঘটনাপ্রবাহ পাঠককে আলোড়িত করবে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর জীবনপঞ্জি, মাসুম হামীদের তিনটি নাটক, অন্তরা এবং অন্যান্য গল্প, পার্বত্য জনজীবন গাঁথা: বনরূপা, সহযাত্রী (নাটক) থাকিতে পারি না ঘরেতে (নাটক), সমুদ্র সৈকতে একদিন (নাটক), অন্তঃবিহীন মেঘের জীবন (কাব্যগ্রন্থ), কে এই অপ্সরা (উপন্যাস), কৃষ্ণা (উপন্যাস), ভালোবাসার নীল সন্ধ্যা (উপন্যাস), জসীমউদ্দীন সমীক্ষা (গবেষণা), জোছনা ভেজা বাউল শহর (সুনামগঞ্জের আঞ্চলিক লোকজন সংগীত সমীক্ষা-গবেষণা)।
শিরোনাম
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
বই আলোচনা । মাসুম হামীদের উপন্যাস
যাপিত জীবনের বিচিত্র ঘটনাপ্রবাহ
সাহিত্য ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর