ঘুরতে ঘুরতে পথ হয়ে যায়
ভাঙতে ভাঙতে সিঁড়ি,
জ্বলতে জ্বলতে একটা জীবন
বিশাল অগ্নিগিরি।
উড়ার স্বপ্ন-উড়তে উড়তে
কেউ হয়ে যায় পাখি,
স্বদেশ বাঁচাতে চিতরের রানী
রক্তে বাঁধেন রাখি।
ছুটতে ছুটতে পেয়ে যায় নদী
নির্জনতার বাড়ি,
গাইতে গাইতে ক্ষুদিরাম দেয়
অসম্ভবকে পাড়ি।
আঁকতে আঁকতে দীর্ঘ দেয়াল
আগুনের সাদা ডানা,
ভাসতে ভাসতে অনন্ত দিন
হাহাকার একটানা।
কাঁদতে কাঁদতে চোখটা আকাশ
হাসতে হাসতে মাটি,
এমন জীবন কে পেয়েছে আর
বিশুদ্ধ পরিপাটি?
হাঁটতে হাঁটতে পিঁপড়ার দিন
দুধভাতে উৎপাত,
সূর্য তারার চেয়েও অসীম
ভালোবাসা ছোঁয়া হাত।