যে শহরে তুমি থাকো
সেখানে আমার অনেক টান
হাত ধরে পাশাপাশি হাঁটার টান
বকুলের মালা তোমার খোঁপায় পরানোর টান
নীল শাড়িতে-চুড়িতে নূপুরের ঝংকারের টান
তোমার চুলের ঘ্রাণ শুকবার টান।
যে শহরে তুমি থাকো
সেখানে আমার অনেক টান
সকালের আলো ফুটবার টান
রিকশায় দুজনে শিহরিত হওয়ার টান
ক্যাম্পাসের সবুজে ঘাস মাড়ানোর টান
গোধূলির আগে আরও একবার দেখবার টান।
যে শহরে তুমি থাকো
সেখানে আমার অনেক টান
হাজারবার বারান্দায় তাকানোর টান
আগামীর দিনগুলো রঙে সাজানোর স্বপ্নের টান
যোজন যোজন দূরে থেকেও আবার ফেরার টান
পাবো পাবো আশায় এ শহরে বারংবার উঁকি মারার টান।