আকাশ তো আকাশ, নিঃসীম নীলদর্পণ
আমি খুঁজি আমার দৃষ্টিসীমার ছোট্ট শূন্যতার সমারোহ
ঐ আকাশে ...
যেটুকু আমার, কেবলই আমার।
আকাশ ইজারা হয়, বিক্রি হয়, ভাড়া হয়
কেউ কেউ ভাগ করে।
আমি কারো অধিকারে যেতে চাই না
আমি আমার চৌহদ্দনিবন্ধ মেঘ-বাতাসের খেলা দেখি
চিল-শালিকের উড়াউড়ি, ঈগলের ডানা
সারস-মরালের যুথবদ্ধ সারি
আমাকে উড়িয়ে নেয়, সাথী করে।
এ এক অবারিত, আত্মনিমগ্নতার উপঢৌকন
তার বেশি নয়, ওটুকুই চাই, ওটুকুই আমার।
আমি খুঁজি ছোট্ট সীমাবদ্ধতার অনাবিল নীল
টুকরো মেঘের হীমেল ছোঁয়া।