১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি। টাউন হল ভবন নির্মিত হয়েছিল ১৯২১ সালে। লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক স্থান এই পাবলিক লাইব্রেরি। এটি লক্ষ্মীপুর শহরের কেন্দ্রে অবস্থিত এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জমিদারপত্নী পূর্ণশশী চৌধুরানী এই প্রতিষ্ঠানের জন্য ২১ ডিসিমেল জমি দান করেন। এ প্রতিষ্ঠানের সভাপতি সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১৮। এখানে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে নানা বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাতে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও, উৎসাহী শিশু-কিশোর-তরুণরা অংশ নিয়ে থাকেন। বর্তমানে ছয় হাজারেরও বেশি বই এ লাইব্রেরির সংগ্রহে রয়েছে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বই পড়ার ব্যবস্থা এখানে। লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাধারণ সম্পাদক অধ্যাপক মাইন উদ্দিন পাঠান জানান, পাঠাগারটি আরও ব্যাপক পরিসরে সমৃদ্ধ করার ব্যাপারে কর্তৃপক্ষের পরিকল্পনা আছে। প্রয়োজন সরকারি-বেসরকারি এবং সমাজের বিদ্যোৎসাহী সুশীল সমাজের সহায়তা ও পৃষ্ঠপোষকতা।
-মোহাম্মদ ইব্রাহিম