কাঁচা হলুদের রসে ভিজে লাবণী লাবণ্যময়
মোমদেহ গলে জতুরসে, দ্রবণের দ্রাবক হয়ে
চুুঁইয়ে চুঁইয়ে পড়ে নোনা জল
দেহখানি নদীর চড়ায় যেন সরিষার খেত।
আকাশে তারার মতো চোখ
চুলে চুলে নিঃসর্গের ছায়া শতরূপ
বইমেলার স্টল একুইরিয়ামে বসে আছে
দৃষ্টি তার মাছরাঙা পাখির তন্ময়
যেন মৎস্যকুমারী এসে
বসে আছে জলাধারে।