শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
অর্জন

সুবর্ণের হাতে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

সুবর্ণের হাতে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড

বিশ্বের সবচেয়ে কম বয়সী লেখক বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজ্যাক বারী। বয়স মাত্র সাত বছর। ভারতে শোনালেন চমকপ্রদ গল্প। নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী, এসপি পুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতিন করমালাকার এবং রুইয়া কলেজের (মুম্বাই বিশ্ববিদ্যালয়) অধ্যক্ষ ড. অনুশ্রী লোকুরের কাছ থেকে ভারত সফরের আমন্ত্রণ পান সুবর্ণ। ১৩ জানুয়ারি সুবর্ণ নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থীর কাছ থেকে ‘গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন ভারতের রাজধানী দিল্লিতে। সুবর্ণ রুইয়া কলেজ থেকে পদার্থবিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞানে ভিজিটিং অধ্যাপকের আমন্ত্রণ গ্রহণ করেন এবং পরের দিন তিনি প্রথম বক্তৃতা দেন। তিনি রুইয়া কলেজ থেকে প্রথম বেতন পান ১০ হাজার রুপি। সুবর্ণ এসপি পুনে বিশ্ববিদ্যালয়ে তার লেখা বই ‘দ্য লাভ’ অবলম্বনে শত সহস্র অধ্যাপক এবং শিক্ষার্থীর সামনে ‘স্পিচ টু ম্যানকাইন্ড ইন ইন্ডিয়া’ শিরোনামে একটি চমৎকার বক্তৃতা দেন। বক্তৃতার পরে একটি প্রশ্নোত্তর পর্ব ছিল। যেখানে তিনি জানান, নোবেল পুরস্কার বিজয়ী  কৈলাস সত্যার্থী তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। সুবর্ণ একজন বিজ্ঞানী। ২০১৬ সালে প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে  বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট থেকে স্বীকৃতি পেয়েছেন। সুবর্ণ ২০টি ঘটনার ওপর ভিত্তি করে ‘দ্য লাভ’ বইটি লিখেছেন। যার থেকে দুটি ঘটনা তাকে ‘দ্য লাভ’ আন্দোলন শুরু করতে অনুপ্রাণিত করেছিল।

 

সর্বশেষ খবর