শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

টরন্টোয় প্রস্তুত ভাষাসৌধ

শনিবারের সকাল ডেস্ক

টরন্টোয় প্রস্তুত ভাষাসৌধ

বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পৃথিবীর অনেক দেশেই শহীদ মিনার নির্মিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে এসব শহীদ মিনার বিদেশের মাটিতে দেশের গৌরব অনেকখানি বাড়িয়ে দেয়। বাংলাদেশের শহীদ মিনারের আদলে টরন্টোয় তেমনি আন্তর্জাতিক মাতৃভাষা সৌধের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হুইলচেয়ারে শহীদ বেদিতে যাওয়ার সুবিধা তৈরিসহ অল্প কিছু কাজ সম্পন্ন হলেই এটি সিটি অব টরন্টোর কাছে হস্তান্তর করা হবে। এর মধ্য দিয়ে টরন্টোয় বসবাসরত বাংলাদেশিদের শহীদ মিনার নির্মাণের দুই দশকের বেশি সময়ের স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সিটি অব টরন্টোর সহায়তায় অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (ওটিআইএমএলডি) এই ভাষাসৌধ নির্মাণের তদারক করছে। গত ৭ নভেম্বর টরন্টোর মেয়র জন টরির উপস্থিতিতে নির্মাণ কাজ শুরু হয়।

সর্বশেষ খবর