শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মোহাম্মদ আলীর চিত্রকর্ম ১০ লাখ ডলারে বিক্রি

শনিবারের সকাল ডেস্ক

মোহাম্মদ আলীর চিত্রকর্ম ১০ লাখ ডলারে বিক্রি

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। তিনি ছবিও আঁকতেন। এবার নিলামে বিক্রি হয়েছে কিংবদন্তি এই মুষ্টিযোদ্ধার আঁকা ২৬টি চিত্রকর্ম। নিলামের আয়োজন করে নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউস। নিলামের চিত্রকর্মের মধ্যে ছিল পেনসিল-কয়লা এবং রং-তুলিতে আঁকা স্কেচ এবং পেইন্টিং। ২৬টি চিত্রকর্ম বিক্রি হয়েছে ১০ লাখ ডলারে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘স্টিং লাইক অ্যা বি’ নামের একটি পেইন্টিং। ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে ছবিটি। ১৯৭৮ সালে ঐতিহাসিক মিনি সিরিজ ‘ফ্রিডম রোড’ এর শুটিংয়ের সময় ‘স্টিং লাইক অ্যা বি’ নামক পেইন্টিং আঁকেন মোহাম্মদ আলী। ওই ছবিতে দেখা যায়, জনৈক প্রতিপক্ষকে নকআউট পর্বে হারানোর পর রেফারির কাছে অনুযোগ করছেন তিনি। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী একজন অ্যাথলেট, মানবাধিকারকর্মী ও কবি হিসেবেও পরিচিত ছিলেন।

সর্বশেষ খবর