শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইন্টারনেট ছাড়াই অনুবাদকারী অ্যাপ আশরাফুলের

শনিবারের সকাল ডেস্ক

ইন্টারনেট ছাড়াই অনুবাদকারী অ্যাপ আশরাফুলের

ইন্টারনেট ব্যবহার ছাড়াই অনুবাদ করা যাবে এমন অ্যাপ তৈরি করে চমকে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম। সাধারণত কোনো তথ্য বা ম্যাসেজ অনুবাদ করতে হলে আমরা গুগলের দ্বারস্থ হই। কিন্তু ফোনে ইন্টারনেট না থাকলে আমরা সেটি করতে পারি না। আর এ সমস্যা সমাধানে ট্রান্সলেটর স্টুডিও অফলাইন নামে একটি অ্যাপ তৈরি করেছেন আশরাফুল।  এই অ্যাপ তৈরির ধারণা প্রসঙ্গে আশরাফুল বলেন, করোনাকালে বিষয়টি নিয়ে চিন্তা করি। ছয় মাস শুধু কীভাবে অ্যাপ তৈরি করা যায় তার সোর্স খুঁজেছি। বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করি। এরপর বঙ্গ অ্যাকাডেমিতে একটি অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স শুরু করি। সেখান থেকেই অ্যাপ তৈরির বিস্তারিত জানাশোনা। আশরাফুল জানান, অ্যাপটির সঙ্গে যুক্ত হয়েছে নানা ফিচার। এর মধ্যে রয়েছে যে কোনো ভাষা থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই অনুবাদ করা যাবে। এখানে বাক্যের কোনো সীমাবদ্ধতা নেই। টেক্সটযুক্ত ইমেজকে টেক্সট এ কনভার্ট করা যাবে এবং সেটাকে যে কোনো ভাষায় অনুবাদ করা যাবে। আবার ভয়েস অনুবাদও করা যাবে। এ ছাড়া সব ভাষার প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ জানা যাবে। অনুবাদ করা টেক্সটগুলো হিস্ট্রি সেকশনে স্বয়ংক্রিয়ভাবে জমা থাকবে এবং সেটা চাইলে পরবর্তীতে মুছে ফেলা যাবে।  আশরাফুল বলেন, অ্যাপ তৈরি করতে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছি। এর মধ্যে সঠিক গাইডলাইন, অর্থনৈতিক সমস্যা, ডিভাইসের সক্ষমতার অভাব ইত্যাদি। তবে ধৈর্যের সঙ্গে লেগে আছি। অবশেষে এসেছে সফলতা।

সর্বশেষ খবর