প্রথমবারের মতো কোনো স্থানে গিয়ে হঠাৎ মনে হলো, আপনি সেখানে আগে এসেছেন—এ ধরনের অভিজ্ঞতা কি কখনও হয়েছে আপনার? এই অদ্ভুত অনুভূতির নাম দেজা ভ্যু, যা মানব মস্তিষ্কের একটি রহস্যময় এবং বিরল উদাহরণ।
পৃথিবীর ৬০-৭০ শতাংশ মানুষ জীবনে এক-দুবার দেজা ভ্যুর সম্মুখীন হন। এটি বিশেষত কৈশোরে বেশি দেখা যায়। দেজা ভ্যু মূলত আবেগ ও মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত। এই অনুভূতি সাময়িক এবং সাধারণত ক্ষতিকারক নয়।
যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কিংবা দীর্ঘমেয়াদী স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত, তাদেরও দেজা ভ্যু হতে পারে। স্বাভাবিক দেজা ভ্যু কালেভদ্রে ঘটে এবং অল্প সময়ের জন্য থাকে। কিন্তু যদি এটি মাসে একাধিকবার হয়, তাহলে এটি তীব্র এবং কষ্টদায়ক হতে পারে। এ ধরনের ক্ষেত্রে নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
গবেষণা বলছে, যাদের স্বপ্নের কথা মনে থাকে না, তাদের দেজা ভ্যু কম হয়। তবে বুদ্ধিবৃত্তিক ব্যক্তিদের ক্ষেত্রে দেজা ভ্যুর সম্ভাবনা বেশি থাকে। অনেক ঘোরাঘুরি বা অতিরিক্ত চলচ্চিত্র দেখার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।
দেজা ভ্যুর বিপরীত অনুভূতির নাম জামাই ভ্যু, যেখানে চেনা জায়গা বা ঘটনা অচেনা মনে হয়। দেজা ভ্যুর অভিজ্ঞতা কেমন হয় এবং কিভাবে সামলানো যায়, এই সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।
বিডিপ্রতিদিন/কবিরুল