সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

চিকিৎসকদের পরীক্ষায় বিশ্বসেরা জেসি হক

চিকিৎসকদের পরীক্ষায় বিশ্বসেরা জেসি হক

ইংল্যান্ডের এমআরসিপি (মেম্বারশিপ অব দ্য রয়েল কলেজস অব ফিজিশিয়ান্স অব দ্য ইউনাইটেড কিংডম) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চিকিৎসক মাহমুদুল হক জেসি (ডা. জেসি হক)। সারা বিশ্বের চিকিৎসকদের মর্যাদাপূর্ণ এ পরীক্ষাটি এক হাজার নম্বরের। এতে পাস মার্ক ৪৫৪। সেখানে ৯০৬ নম্বর পেয়ে সারা বিশ্বের সব প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম হয়েছেন বাংলাদেশি এ তরুণ চিকিৎসক।

বর্তমানে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত তিনি। চিকিৎসকরা বলছেন, নিকট অতীতে পৃথিবীতে ৯০০ নম্বরের বেশি পাওয়ার ঘটনা দুর্লভ। ভাইবোনের মধ্যে সবার ছোট ডা. মাহমুদুল হক ২০০৫ সালে মাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা কলেজে। ২০০৭ সালে উচ্চমাধ্যমিক পাস করার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় অংশ নেন। সেখানে ট্রিপল-ই বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু চিকিৎসার বিভিন্ন জটিল বিষয়ে আগ্রহী থাকায় প্রকৌশল বিষয়ে মন টেকেনি। পরের বছর আবার তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন।  এরপর মাহমুদুল হক ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।

 

সর্বশেষ খবর