বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাফ ব্যর্থতার তদন্ত করবেন সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

সাফ ব্যর্থতার তদন্ত করবেন সালাউদ্দিন

অন্তত সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ ফুটবল দল। সেই স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে এবং পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা দিয়েই রেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

 শেষ ম্যাচে অঘটন কিছু ঘটে না গেলে, বাংলাদেশের সেমিতে খেলা ঠেকানোর সাধ্য কারও ছিল না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় ঘটে বাংলাদেশের। গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাস্যকর এক ভুলে গোল হজম করে স্বাগতিকরা। সেই হাস্যকর ভুলেই শেষ পর্যন্ত কান্নার বিদায় ঘটে। নেপালের বিপক্ষে কেন পরীক্ষিত গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে নামানো হলো না এই নিয়ে চলছে বিতর্ক। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, সাফ জেতার জন্য আমরা কোনো কিছুই ঘাটতি রাখেনি। তারপরও এমন বিদায় আমার মতো অনেকেই মানতে পারছেন না। নেপালের বিপক্ষে একাদশ গড়া নিয়ে কথা উঠেছে। আমার কানে অনেক কিছুই এসেছে তাই তদন্তের প্রয়োজন মনে করছি। আশা করি এ তদন্ত থেকেই সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। বাফুফের সভাপতি আভাস দিয়েছেন সামনে বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলে ম্যানেজারের পরিবতর্ন আসছে। তবে সত্যজিত দাস রুপুর বদলে কে হবেন ম্যানেজার তা এখনো সিদ্ধান্ত হয়নি। কোচ জেমি ডে ছুটি কাটিয়ে ফিরে আসলে তার সঙ্গে আলাপ করে সালাউদ্দিন সিদ্ধান্ত নেবেন।

সর্বশেষ খবর