৭০ বা ৮০ দশকে ইনডোর খেলা টেবিল টেনিসে দর্শকের কমতি ছিল না। পুরাতন জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে উপচেপড়া ভিড় হতো। জাতীয় চ্যাম্পিয়নশিপ ও লিগের আকর্ষণ ছিল অন্যরকম। কত তারকা যে বের হয়েছে তার হিসাব মেলানো মুশকিল। স্বামীবাগ, ফরাশগঞ্জ, আরমানিটোলা, ওয়ারী, ধানমন্ডি, শেখ রাসেল এমন কি দেশের দুই জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনী নিয়মিত লিগে অংশ নিতো। সেই টেবিল টেনিসে এখন কি আর আগের জৌলুস রয়েছে? ফেডারেশন রয়েছে ও নির্বাচনের মাধ্যমে কমিটি হচ্ছে। খেলাও হচ্ছে, কিন্তু সব কিছুতেই প্রাণহীন। বলা যায় কচ্ছপের গতিতে এগুচ্ছে টিটি। কতটা অব্যবস্থাপনার মধ্যে চলছে তা প্রমাণ মিলল গতকাল। স্বয়ং টেবিল টেনিস খেলোয়াড়রা স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীরের বিরূদ্ধে। এমন অভিযোগের পর প্রশ্ন উঠেছে টিটিতে একি হচ্ছে। কখনো টেবিল টেনিসের সঙ্গে জড়িত না থাকলেও বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট ক্ষমতা থাকাকালীন ক্রীড়াঙ্গনে মুনীরের আগমন। হয়ে যান টেবিল টেনিসের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে ফেডারেশনের কমিটিতে থাকলেও খেলোয়াড়রা তার আচরণে ক্ষুব্ধ। গতকাল টেবিল টেনিস খেলোয়াড় সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে মূল এজেন্ডা ছিল মুনীরকে ঘিরে। কমিটির সভাপতি পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানষ চৌধুরী বলেন, ‘ফেডারেশনে কারও বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। শুধুমাত্র সহ-সভাপতি মুনীর ভাইকে নিয়েই আমাদের যত ক্ষোভ। উনি যে স্বৈরাচারী কায়দায় টিটি চালাতে চাচ্ছেন তাতে কেউ হস্তক্ষেপ না করলে এ খেলা ধ্বংস হয়ে যাবে। যোগ্যতা বা র্যাঙ্কিং গুরুত্ব না দিয়ে তিনি তার পছন্দের খেলোয়াড়দের প্রাধান্য দিচ্ছেন। সামনে সাফ গেমসে তিনি তার পছন্দের মতো দল গড়তে চান। এ ব্যাপারে তার একটাই কথা আমার কথা মতো সব চলবে। যদি কেউ বাড়াবাড়ি করে তবে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন।’
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
টেবিল টেনিসে হচ্ছেটা কী!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর