৭০ বা ৮০ দশকে ইনডোর খেলা টেবিল টেনিসে দর্শকের কমতি ছিল না। পুরাতন জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে উপচেপড়া ভিড় হতো। জাতীয় চ্যাম্পিয়নশিপ ও লিগের আকর্ষণ ছিল অন্যরকম। কত তারকা যে বের হয়েছে তার হিসাব মেলানো মুশকিল। স্বামীবাগ, ফরাশগঞ্জ, আরমানিটোলা, ওয়ারী, ধানমন্ডি, শেখ রাসেল এমন কি দেশের দুই জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনী নিয়মিত লিগে অংশ নিতো। সেই টেবিল টেনিসে এখন কি আর আগের জৌলুস রয়েছে? ফেডারেশন রয়েছে ও নির্বাচনের মাধ্যমে কমিটি হচ্ছে। খেলাও হচ্ছে, কিন্তু সব কিছুতেই প্রাণহীন। বলা যায় কচ্ছপের গতিতে এগুচ্ছে টিটি। কতটা অব্যবস্থাপনার মধ্যে চলছে তা প্রমাণ মিলল গতকাল। স্বয়ং টেবিল টেনিস খেলোয়াড়রা স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীরের বিরূদ্ধে। এমন অভিযোগের পর প্রশ্ন উঠেছে টিটিতে একি হচ্ছে। কখনো টেবিল টেনিসের সঙ্গে জড়িত না থাকলেও বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট ক্ষমতা থাকাকালীন ক্রীড়াঙ্গনে মুনীরের আগমন। হয়ে যান টেবিল টেনিসের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে ফেডারেশনের কমিটিতে থাকলেও খেলোয়াড়রা তার আচরণে ক্ষুব্ধ। গতকাল টেবিল টেনিস খেলোয়াড় সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে মূল এজেন্ডা ছিল মুনীরকে ঘিরে। কমিটির সভাপতি পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানষ চৌধুরী বলেন, ‘ফেডারেশনে কারও বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। শুধুমাত্র সহ-সভাপতি মুনীর ভাইকে নিয়েই আমাদের যত ক্ষোভ। উনি যে স্বৈরাচারী কায়দায় টিটি চালাতে চাচ্ছেন তাতে কেউ হস্তক্ষেপ না করলে এ খেলা ধ্বংস হয়ে যাবে। যোগ্যতা বা র্যাঙ্কিং গুরুত্ব না দিয়ে তিনি তার পছন্দের খেলোয়াড়দের প্রাধান্য দিচ্ছেন। সামনে সাফ গেমসে তিনি তার পছন্দের মতো দল গড়তে চান। এ ব্যাপারে তার একটাই কথা আমার কথা মতো সব চলবে। যদি কেউ বাড়াবাড়ি করে তবে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন।’
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’