৭০ বা ৮০ দশকে ইনডোর খেলা টেবিল টেনিসে দর্শকের কমতি ছিল না। পুরাতন জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে উপচেপড়া ভিড় হতো। জাতীয় চ্যাম্পিয়নশিপ ও লিগের আকর্ষণ ছিল অন্যরকম। কত তারকা যে বের হয়েছে তার হিসাব মেলানো মুশকিল। স্বামীবাগ, ফরাশগঞ্জ, আরমানিটোলা, ওয়ারী, ধানমন্ডি, শেখ রাসেল এমন কি দেশের দুই জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনী নিয়মিত লিগে অংশ নিতো। সেই টেবিল টেনিসে এখন কি আর আগের জৌলুস রয়েছে? ফেডারেশন রয়েছে ও নির্বাচনের মাধ্যমে কমিটি হচ্ছে। খেলাও হচ্ছে, কিন্তু সব কিছুতেই প্রাণহীন। বলা যায় কচ্ছপের গতিতে এগুচ্ছে টিটি। কতটা অব্যবস্থাপনার মধ্যে চলছে তা প্রমাণ মিলল গতকাল। স্বয়ং টেবিল টেনিস খেলোয়াড়রা স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীরের বিরূদ্ধে। এমন অভিযোগের পর প্রশ্ন উঠেছে টিটিতে একি হচ্ছে। কখনো টেবিল টেনিসের সঙ্গে জড়িত না থাকলেও বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট ক্ষমতা থাকাকালীন ক্রীড়াঙ্গনে মুনীরের আগমন। হয়ে যান টেবিল টেনিসের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে ফেডারেশনের কমিটিতে থাকলেও খেলোয়াড়রা তার আচরণে ক্ষুব্ধ। গতকাল টেবিল টেনিস খেলোয়াড় সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে মূল এজেন্ডা ছিল মুনীরকে ঘিরে। কমিটির সভাপতি পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানষ চৌধুরী বলেন, ‘ফেডারেশনে কারও বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। শুধুমাত্র সহ-সভাপতি মুনীর ভাইকে নিয়েই আমাদের যত ক্ষোভ। উনি যে স্বৈরাচারী কায়দায় টিটি চালাতে চাচ্ছেন তাতে কেউ হস্তক্ষেপ না করলে এ খেলা ধ্বংস হয়ে যাবে। যোগ্যতা বা র্যাঙ্কিং গুরুত্ব না দিয়ে তিনি তার পছন্দের খেলোয়াড়দের প্রাধান্য দিচ্ছেন। সামনে সাফ গেমসে তিনি তার পছন্দের মতো দল গড়তে চান। এ ব্যাপারে তার একটাই কথা আমার কথা মতো সব চলবে। যদি কেউ বাড়াবাড়ি করে তবে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন।’
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ