শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিপিএলে থাকতে চান নাফিসা

ক্রীড়া প্রতিবেদক

‘এবারের বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না!’ এই খবরটি ছিল ফ্র্যাঞ্চাইজির মালিকদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। সামনের ডিসেম্বরেই মাঠে গড়াবে বিপিএল। তাই বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিলেন ফ্র্যাঞ্চাইজি দলগুলো। অনেকে বিদেশি ও দেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তিও করেছেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চার বছরের চুক্তি শেষ হওয়ায় নতুন করে চুক্তির জন্য প্রক্রিয়া চলছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করার পর তিন দিন আগে বিসিবি সভাপতি হঠাৎ জানিয়ে দিলেন বিপিএল আর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না।

দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের কর্ণধার নাফিসা কামাল বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কেঁদেই ফেলেন। নাফিসা কামাল বলেন, ‘আমাদেরকে আগে জানানো উচিত ছিল, কিছুদিন আগে কিংবা এক ঘণ্টা আগে হলেও জানানো উচিত ছিল যে আপনারা এইবার আর মাঠে থাকছেন না। আপনাদের যে দাবি ছিল এগুলো আমরা মানতে পারছি না। কিন্তু দাবিগুলোর জন্য এত বড় জরিমানা দিতে হবে- এটা আমরা আসলে কেউ ভাবি নাই। বিজনেস প্রসেসে একটা প্রস্তাবের জায়গা থাকে। কিন্তু আমাদের প্রফেশনাল ক্রিকেট বডি বাংলাদেশের, ওখানে এমনটা হওয়া উচিত না।’

নাফিসা কামাল মনে করেছেন, বিসিবির এমন ‘হঠাৎ’ সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজির মালিকরা বঞ্চিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, ‘এটা কিন্তু লস প্রজেক্ট। এখানে লুকানোর কিছু নেই। তবুও আমরা লস প্রজেক্টে আসি ভালোবাসা, প্যাশন কাজ করে বলেই। জার্সি, থিম সং, লোগো সব কিছুই অনেক কষ্ট করে গড়া। উইন ওর উইন, এই ট্যাগলাইন সম্পূর্ণ নিজের মাথা থেকে এসেছে। শুধু যে মাঠেই জিতব তা নয়, দর্শক থেকে শুরু করে পুরো বাংলাদেশের হৃদয় জিততে হবে। আমরা যেমন মানতে পারছি না বাকি ছয়টা ফ্র্যাঞ্চাইজিও আমার মনে হয় মানতে পারছে না তাদের ছাড়া বিপিএল মাঠে গড়াবে।’

আবেগাপ্লুত নাফিসা  জানান, ‘অফিসে যদি কেউ একজন পাঁচ ছয় বছর কাজ করে, তাকে যদি বাদ দেওয়া হয় কিংবা চাকরিচ্যুত করা হয়, সে নোটিস পাবে। এটা তার রাইট।’

ফ্র্যাঞ্চাইজিদের জানানো হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের একটা ড্রাফট পাঠানো হবে। সেখানে বিসিবি ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব লেখা থাকবে। যারা রাজি হবেন তারা সাইন করবেন পরবর্তী চার বছরের জন্য। কিন্তু তার আগেই বিসিবি ফ্র্যাঞ্চাইজিদের না রাখার সিদ্ধান্ত নিল। তাই ফ্র্যাঞ্চাইজিদের বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্যও অনুরোধ করেছেন নাফিসা। বলেছেন- ‘আমাদের ব্যাপারটা পুনরায় বিবেচনা করা হোক। ওরা বলেছে আমরা যে মডেল চেয়েছি সেটা তাদের বর্তমান মডেলের সঙ্গে সংঘর্ষপূর্ণ। এজন্য তারা মানতে পারছে না। এটা আপনাদের জানানোর আগে আমাদের তো জানাবে? এবার যে বিপিএল হচ্ছে সেটা কোন মডেল? সেটা কি কারেন্ট মডেল? এখন এটা হয়ে গেছে বিগব্যাশের মডেল। এটা এখন নতুন আরেকটি মডেল।’

বিপিএলের সামনের আসরটা হচ্ছে বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী  বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাফিসা। বিসিবিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। তাদের প্রতি অনুরোধ থাকবে, যাদের জন্য বিপিএল আজকের অবস্থানে এসেছে, তাদের যেন কোনোভাবে এখান থেকে বঞ্চিত করা না হয়।’

সর্বশেষ খবর