বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট থান্ডারের কোচের দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটসম্যান হার্শেল গিবস। তবে এই দায়িত্ব পালন করতে এসে ভীষণ ঝামেলায় পড়েছেন তিনি। বাংলাদেশি ক্রিকেটাররা নাকি তার ভাষাই বোঝেন না। সে কারণেই নাকি সব কিছু ঠিকঠাক শিখতে পারছেন না ক্রিকেটাররা। গতকাল সিলেটে গিবস আক্ষেপ করে বলেন, ‘স্থানীয় ক্রিকেটাররা বোঝেন না আমি কী বলছি। এটা হতাশাজনক। আমি যখন কথা বলি, তখন আমি বুঝতে পারি যে তারা আমার কথা কিছুই বুঝতে পাচ্ছেন না।’
এছাড়া স্থানীয় ক্রিকেটারদের আরও বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। সমস্যা সমাধানের উপায়ও তিনি বলে দিয়েছেন। উদাহরণ হিসেবে বলেছেন সাকিবের কথা, ‘এই জন্যই সাকিব সবার চেয়ে আলাদা। খেলাটা বোঝার ক্ষেত্রে বাকিদের চেয়ে ভালো। এ জন্যই সে সব সময়ই ভালো করে আসছে।’