ঢাকা ক্রিকেট লিগে বিদেশি ক্রিকেটাররা নিয়মিত খেলছেন ১৯৭৯ সাল থেকে। চল্লিশ বছর টানা খেলার পর এবারই প্রথম ঘরোয়া ক্রিকেটের এক সময়কার সবচেয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগে দেখা যাবে না বিদেশি ক্রিকেটারদের। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সিদ্ধান্ত স্থানীয় ক্রিকেটারদের পথ মসৃণ করেছে। স্থানীয়দের সরব উপস্থিতিতে নিশ্চিত করেই প্রিমিয়ার ক্রিকেট এবার আরও বেশি জমজমাট হবে। লিগের শিরোপা জিততে ইতিহাসের অন্যতম সেরা দল গড়ছে আবাহনী। জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমসহ জাতীয় দলের ৬/৭ ক্রিকেটার খেলবেন আবাহনীতে। শক্তিশালী দল গড়ছে গাজী গ্রুপ, প্রাইম দোলেশ্বর, মোহামেডানও। তামিম ইকবাল প্রাইম দোলেশ্বর, মাশরাফি শেখ জামালে, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার গাজী গ্রুপে খেলবেন। ১ মার্চ শুরু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই শেষ সিরিজ অধিনায়ক মাশরাফির। বয়স ৩৭। তার সমবয়সীদের মধ্যে এখনো ক্রিকেট খেলছেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক। বাকিরা সবাই ক্রিকেট ছেড়ে নানা পেশায় নিয়োজিত। কিন্তু তিনি খেলছেন দাপটের সঙ্গে। গত কয়েক বছর ধরে মাশরাফি আর আবাহনী ছিলেন মুদ্রার এপিঠ-ওপিঠ। অথচ ১৫ মার্চ শুরু প্রিমিয়ার ক্রিকেটে তাকে দেখা যাবে না আবাহনীর জার্সিতে। মাশরাফি না থাকলেও প্রথমবারের মতো খেলবেন মুশফিক। দেশের সেরা টেস্ট ক্রিকেটার, যার থলিতে রয়েছে তিন তিনটি ডাবল সেঞ্চুরি। আবাহনীতে মুশফিক ছাড়াও খেলবেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও খেলবেন বঙ্গবন্ধু বিপিএলে আলো ছড়ানো পেসার শহীদুল ইসলাম, যুব বিশ্বকাপ জয়ী তানজিদ সাকিব এবং বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ২০০৯ সালের পর চ্যাম্পিয়ন হতে পারেনি প্রিমিয়ার ক্রিকেটে। এবার শক্তিশালী দল গড়ার কথা ভাবছে। প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল ৩, ৪ ও ৫ মার্চ। মোহামেডানে এবার খেলবেন শামসুর রহমান, রকিবুল হাসান। মাশরাফিকে দেখা যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। নিষিদ্ধ থাকায় এবার খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের সেরা বাঁ হাতি ওপেনার তামিম ইকবালকে দেখা যাবে প্রাইম দোলেশ্বরে।
শিরোনাম
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
সেরা দল গড়ছে আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর