ঢাকা ক্রিকেট লিগে বিদেশি ক্রিকেটাররা নিয়মিত খেলছেন ১৯৭৯ সাল থেকে। চল্লিশ বছর টানা খেলার পর এবারই প্রথম ঘরোয়া ক্রিকেটের এক সময়কার সবচেয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগে দেখা যাবে না বিদেশি ক্রিকেটারদের। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সিদ্ধান্ত স্থানীয় ক্রিকেটারদের পথ মসৃণ করেছে। স্থানীয়দের সরব উপস্থিতিতে নিশ্চিত করেই প্রিমিয়ার ক্রিকেট এবার আরও বেশি জমজমাট হবে। লিগের শিরোপা জিততে ইতিহাসের অন্যতম সেরা দল গড়ছে আবাহনী। জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমসহ জাতীয় দলের ৬/৭ ক্রিকেটার খেলবেন আবাহনীতে। শক্তিশালী দল গড়ছে গাজী গ্রুপ, প্রাইম দোলেশ্বর, মোহামেডানও। তামিম ইকবাল প্রাইম দোলেশ্বর, মাশরাফি শেখ জামালে, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার গাজী গ্রুপে খেলবেন। ১ মার্চ শুরু জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই শেষ সিরিজ অধিনায়ক মাশরাফির। বয়স ৩৭। তার সমবয়সীদের মধ্যে এখনো ক্রিকেট খেলছেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক। বাকিরা সবাই ক্রিকেট ছেড়ে নানা পেশায় নিয়োজিত। কিন্তু তিনি খেলছেন দাপটের সঙ্গে। গত কয়েক বছর ধরে মাশরাফি আর আবাহনী ছিলেন মুদ্রার এপিঠ-ওপিঠ। অথচ ১৫ মার্চ শুরু প্রিমিয়ার ক্রিকেটে তাকে দেখা যাবে না আবাহনীর জার্সিতে। মাশরাফি না থাকলেও প্রথমবারের মতো খেলবেন মুশফিক। দেশের সেরা টেস্ট ক্রিকেটার, যার থলিতে রয়েছে তিন তিনটি ডাবল সেঞ্চুরি। আবাহনীতে মুশফিক ছাড়াও খেলবেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও খেলবেন বঙ্গবন্ধু বিপিএলে আলো ছড়ানো পেসার শহীদুল ইসলাম, যুব বিশ্বকাপ জয়ী তানজিদ সাকিব এবং বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান ২০০৯ সালের পর চ্যাম্পিয়ন হতে পারেনি প্রিমিয়ার ক্রিকেটে। এবার শক্তিশালী দল গড়ার কথা ভাবছে। প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল ৩, ৪ ও ৫ মার্চ। মোহামেডানে এবার খেলবেন শামসুর রহমান, রকিবুল হাসান। মাশরাফিকে দেখা যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। নিষিদ্ধ থাকায় এবার খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের সেরা বাঁ হাতি ওপেনার তামিম ইকবালকে দেখা যাবে প্রাইম দোলেশ্বরে।
শিরোনাম
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান