মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

পিছিয়ে যাচ্ছে বাফুফের আলোচিত নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

অনেক আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে কি? এটাই এখন ক্রীড়াঙ্গনের বড় প্রশ্ন। আগামী ২০ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা। এমনকি ৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা হবে সংবাদ সম্মেলন করে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন। অন্য সময়ে বাফুফের নির্বাচন ঘিরে যে ধরনের প্রচারণা দেখা যায় তার ছিটেফোঁটাও এবার লক্ষ্য করা যাচ্ছে না। হবেই বা কীভাবে? করোনাভাইরাসে পুরো বিশ্বই আতঙ্কিত। সব দেশের খেলা বন্ধ হয়ে গেছে। ফিফা ও এএফসি তাদের সব কর্মসূচি স্থগিত করেছে। বাংলাদেশেও সব খেলা বন্ধ। পেশাদার ফুটবল লিগ ৩১ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। আজ লিগ কমিটির জরুরি সভা আছে। সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে। এ অবস্থায় আরও ১০ দিন লিগ বন্ধ থাকার কথা শোনা যাচ্ছে।

প্রশ্ন হচ্ছে এই সংকটাপন্ন অবস্থায় বাফুফের নির্বাচন হবে কীভাবে? আগামী ৩০ এপ্রিল বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে। ফিফার নিয়ম অনুযায়ী ওই সময়ের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক। এবার পরিস্থিতি ভিন্ন বলে ফিফাকে অনুরোধ করলে নিশ্চয় ঘোষিত তারিখে নির্বাচন স্থগিত করার নির্দেশ দেবে। কেননা তাদের কর্মসূচিই তো অচল হয়ে গেছে। নির্বাচনে ফিফা ও এএফসির পর্যবেক্ষক থাকার কথা। তারাই এখন বলছে এমন ভয়াবহ পরিস্থিতিতে ঢাকা যাওয়া সম্ভব নয়।

যাক বাফুফে যতই অটল থাকুক না কেন শেষ পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা আসছে। আগামী শুক্রবার বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে ২০ এপ্রিল নির্বাচন হবে কি-না। সাধারণ সম্পাদক আবু নাঈমের কণ্ঠেও একই সুর। সেদিনের সভায় এজেন্ডা একটাই নির্বাচন। উল্লেখ্য, তফসিল ঘোষণার পরই মনোনয়নপত্র বিলি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সভাপতি। প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিন ও বাদল রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এর মধ্যে বাদল রায় টেলিফোনে সভাপতি কাজী সালাউদ্দিনকে নির্বাচন পেছানোর অনুরোধ রাখেন। জানা গেছে ৪/৫ জন ছাড়া ফেডারেশনের সবাই নির্বাচন পেছানোর পক্ষে। সরকারও নাকি নির্বাচন পেছানোর নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে নির্বাচন স্থগিত করাটা এখন শুধু সময় ব্যাপারই বলা যায়।

সর্বশেষ খবর