শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

দুস্থদের মধ্যে মাশরাফির খাদ্য বিতরণ

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য। তার নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় তিনি খাবার বিতরণ করেন। তার ব্যক্তিগত অর্থ ও পরিবারের অন্যদের মিলিয়ে তহবিল গঠন করে দেওয়া হচ্ছে এই সাহায্য। প্রথম দফায় সহায়তা পাচ্ছেন মূলত চা বিক্রেতা, রিকশা-ভ্যানচালক ও হকাররা। তালিকা করে ৩ শতাধিক পরিবারকে দেওয়া হচ্ছে ৯ কেজির একটি করে প্যাকেট। যেখানে থাকছে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, পিয়াজ ও আলু। নড়াইলে এ সহায়তা কার্যক্রম তদারকি করছেন মাশরাফির মামা নাহিদুল ইসলাম। তার ব্যক্তিগত অর্থে আরও বড় পরিসরে সহায়তায় প্রক্রিয়াও চলছে। নড়াইল ও লোহাগড়ায় ১ হাজার ২০০ দুস্থ পরিবারকে এই বিপর্যয়ের সময় সাহায্য করা হবে। প্রতিটি ইউনিয়নে ১০০ জন তরুণকে নিয়ে সামাজিক সেবার দল গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর