ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী আগের দিন জানিয়েছিলেন। গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, চলতি বছরের এশিয়া কাপ স্থগিতের কথা। বিবৃতি দিয়ে জানিয়েছে, কভিড-১৯ ভাইরাসে সৃষ্ট দুর্যোগের জন্য এশিয়া কাপ স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। যদিও এসিসি চেয়েছিল নির্ধারিত সেপ্টেম্বরেই আসর আয়োজনের।
এবারের আসর টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে টি-২০ ফরমেটে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল।