শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রথম পরীক্ষায় সব ক্রিকেটার ‘নেগেটিভ’

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে ডাক পাওয়া টেস্ট ও ওয়ানডে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের কভিড পরীক্ষায় প্রথম ধাপে সবাই নেগেটিভ হয়েছেন। আজ দ্বিতীয় ধাপে পরীক্ষা করা হবে। শুধু ক্রিকেটার নন, কোচিং স্টাফসহ মিরপুর স্টেডিয়ামের মাঠকর্মী, হোটেল সোনারগাঁওয়ের যেসব স্টাফ জাতীয় দলের বহরের সেবায় নিয়োজিত থাকবেন- তাদের সবার নমুনা নেওয়া হয়েছে বুধবার। বিসিবি চিকিৎসক  দেবাশীষ চৌধুরী বলেন, ‘প্রথম পরীক্ষায় নেগেটিভ আসা মানেই পুরোপুরি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। শতভাগ নিশ্চিত হতে আগামীকাল পরীক্ষা করা হবে। যারা নেগেটিভ হবেন, তারাই থাকবেন জৈব সুরক্ষা বলয়ে।’ সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। ২০ ও ২২ জানুয়ারি প্রথম দুটি ওয়ানডে মিরপুরে এবং ২৫ জানুয়ারি তৃতীয়টি চট্টগ্রামে। প্রথম টেস্ট চট্টগ্রামে ৩-৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুরে দ্বিতীয় টেস্ট। চার দিনের প্রস্তুতি ম্যাচটি ৩ দিনের করা হয়েছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯-৩১ জানুয়ারি। শুরু হওয়ার কথা ছিল ২৮ জানুয়ারি।

সর্বশেষ খবর