সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভিলিয়ার্স ঝড়ে কলকাতাকে হারাল বেঙ্গালুরু

ক্রীড়া প্রতিবেদক

ভিলিয়ার্স ঝড়ে কলকাতাকে হারাল বেঙ্গালুরু

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সবার নজর ছিল কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের দিকে। ম্যাচটিতে খেলেছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সমর্থকদের হতাশ করে বেঙ্গালুরুর কাছে ৩৮ রানে হেরেছে কলকাতা। বিরাট কোহলির বেঙ্গালুরুর এটা টানা তৃতীয় জয়। প্রথমে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। শুরুতে উইকেট হারালেও ম্যাক্সওয়েল ও ভিলিয়ার্স ঝড়ে ৪ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে তারা। জবাবে কলকাতার সংগ্রহ ছিল ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান। ম্যাচে ব্যাটিংয়ে সাকিব ২৬ রান করলেও বল হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। ২ ওভারে রান দিয়েছেন ২৪। বেঙ্গালুরুর পক্ষে ম্যাক্সওয়েল ৭৮ এবং ডি ভিলিয়ার্স ৭৬ রান করেন। যাতে ছিল ৯ চার ও ৪ ছক্কা। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।  প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৯৫ রান করে পাঞ্জাব। জবাবে ১০ বল হাতে রেখেই ১৯৮ রান করে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।

২০৫ রানের টার্গেটে খেলতে নেমে কলকাতার পক্ষে  রাহুল তৃপ্তি ২৫, ইউয়ান মরগান ২৯, সাকিব ২৪ বলে ২৬ ও আন্দ্রে রাসেল ২০ বলে ৩১ রান করেন।     

সর্বশেষ খবর